parbattanews

মানিকছড়ি’র চেয়ারম্যানসহ ১৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিনে মানিকছড়ি’র তিন ইউপিতে চেয়ারম্যান পদে দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭ জন। সদস্য পদে ৯৬সজন ও সাধারণ সদস্য (সংরক্ষিত) পদে ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমূখর পরিবেশ কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা ।

উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর মো. নরুল আলম জানিয়েছেন, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর উপজেলার তিনটি ইউপি’র নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা যার যার মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে তিন ইউপিতে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী ৩ জন, হাতপাখা-১ জন, বিদ্রোহী-২ জন ও স্বতন্ত্র-১ জন। সাধারণ সদস্য পদে ৯৬ জন ও সংরক্ষিত পদে (মহিলা)৩০ জন।

এর মধ্যে ১নং মানিকছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ(নৌকা) মো. শফিকুর রহমান ফারুক, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যোগ্য মারমা , ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দীন মৃধা(হাতপাখা)। এখানে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত পদে ১৩ জন।

২নং বাটনাতলী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ(নৌকা) মো. আবদুর রহিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজাতি নেতা মংসেপ্রূ চৌধুরী । এখানে সাধারণ সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত পদে ১০ জন।

৪নং তিনটহরী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ(নৌকা) মো. আবুল কালাম আজাদ, বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। এখানে সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত পদে ৭ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে (বৃহস্পতিবার) শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ৩ ইউপি’তে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৯৬ জন ও সংরক্ষিত পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ নভেম্বর বাছাই, ৩০ নভেম্বর-০২ ডিসেম্বর আপিল ও ৩-৫ ডিসেম্বর আপিল নিস্পত্তি,  প্রত্যাহার ৬ ডিসেম্বর। ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

Exit mobile version