মানিকছড়ি’র তিনটহরী ইউপিতে প্রশাসনের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ

fec-image

বৈশ্বিক মহামারি‘করোনাভাইরাস’ প্রতিরোধে গৃহবন্দী মানুষজন এখন কর্মহীন। সংসারে আয়-রোজগার নেই। ফলে সরকারি ত্রাণ-সামগ্রীতে বেঁচে আছে লোকজন। কিন্তু কর্মহীন মানুষের ঘরের শিশুরা যাতে খাদ্যসংকটের দূর্ভোগে পড়তে না হয়,সে লক্ষে সরকার ‘শিশু খাদ্য’ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন।

শুক্রবার (১ মে) মানিকছড়ি’র তিনটহরী ইউনিয়নে ‘শিশু খাদ্য’ বিতরণের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় গৃহবন্দী লোকজনের হাতে কর্ম নেই। ফলে কম-বেশি সকলেই খাদ্যসংকটে দিনাতিপাত করছে। সরকারি-বেসরকারি ত্রাণ-সামগ্রীতে বেঁচে আছে কিশোর-কিশোরী, যুবক-যুবতী ও বয়োঃবৃদ্ধরা। কিন্তু খাদ্য গ্রহণ উপযোগি শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েছে রীতিমত বিপাকে। বাজারে পর্যাপ্ত শিশু খাদ্যের অভাব।

এছাড়া অভিভাবকের আয়-রোজগার নেই। যার কারণে চাহিদানুযায়ী শিশু খাদ্য যোগাড় করতে হিমশিম খাচ্ছে অভিভাবকরা। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে অলোচনার পর সরকার শিশুখাদ্যে অর্থ বরাদ্দ করেন।

২ বছর থেকে ৪ বছর বয়সী সকলে শিশু’র খাদ্য সংকট দূরীকরণে ১ মে মানিকছড়ির তিনটহরী ইউনিয়নে ১শ পরিবারে শিশুখাদ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এ সময় পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইউপি নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, মানিকছড়ি, শিশু খাদ্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন