parbattanews

মানিকছড়ির ১৩ সহস্রাধিক শিশু ভিটামন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে

মানিকছড়ি প্রতিনিধি:

শনিবার (২৩ ডিসেম্বর) দেশব্যাপী অনুষ্ঠিত হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড। এবার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও ১০৩টি টিকাদান কেন্দ্রে একযোগে প্রায় ১৩ সহস্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার উপস্থিতিতে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও মো. রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া জানান, শনিবার সকালে ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তৃণমুলের ১০৩টি টিকাদান কেন্দ্রে একযোগে ৬-১১মাস বয়সী ১ হাজার ২ ’শত ৪৪জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১২ হাজার ২শত ৭৭জনকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

Exit mobile version