parbattanews

মানিকছড়ি উপজেলা ‘করোনা’ রেড জোন ঘোষণা

‘করোনাভাইরাসে’ মানিকছড়িতে আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ থেকে মানিকছড়ি উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) প্রকাশিত রির্পোট অনুযায়ী মানিকছড়িতে‘করোনা’ পজেভিট শনাক্ত হয়েছে মোট ১৪জন। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতি ১লক্ষ জনসংখ্যায় কমপক্ষে ১০জন ‘করোনা’য় আক্রান্ত হলে ওই জনপদকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়।

যার কারণে ১৫ জুন প্রকাশিত স্বাস্থ্য রির্পোটে মানিকছড়িতে ‘করোনা’য় পজেটিভ আরো ১জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪জনে।

যার ফলে ১৫ জুন দুপুর পৌনে ৩টায় জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ মানিকছড়ি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকণল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা।

Exit mobile version