মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

fec-image

করোনাভাইরাস বিস্তার রোধকল্পে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষায় মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয় কর্মসূচী(এডিপির) উপজেলা অনগ্রসর/অপ্রত্যাশিত প্রকল্পের আওতায় উপজেলাধীন ৪টি ইউনিয়ন পরিষদে ২০ পিস পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল, জীবাণুনাশক ঔষধ, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার ও এন্টিসেপটিক সাবান।

মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উক্ত পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান জানান, মানিকছড়ি উপজেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে কোন ব্যক্তি আক্রান্ত হয়নি। তাই প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে প্রস্তুতিমূলক পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ২০পিস পিপিই খুব শীগ্রই বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, জীবাণুনাশক, পিপিই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন