parbattanews

মানিকছড়ি থেকে এফ সি সি ও তাজা গুলি উদ্ধার

৬২ মিমি এফ সি সি ও ২ রাউন্ড তাজা গুলি উদ্বার করেছে থানা পুলিশ

খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ৩৮০ রাউন্ড ( চায়না) ৬২ মিমি এফ সি সি ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বড়ডলু মুসলিমপাড়া এলাকা থেকে এ এস আই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল গুলি উদ্ধার করে মানিকছড়ি থানায় জমা করেন। উল্লেখ্য যে, বুধবার ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনা টহলের উপর গুলি ছুঁড়লে সেনা টহল ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়েছিল।

এ সময় ইউপিডিএফের এক সন্ত্রাসীকে একটি বিদেশী এস এমজিসহ আটক করেন সেনা সদস্যরা। বন্দুকযুদ্ধে স্থানীয় মোঃ ফয়েজ এর একটি গরু গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা গত রাতে গরুটিকে জবাই করে। বর্তমানে ওই এলাকায় বাঙ্গালীদের মধ্যে ভীতি বিরাজ করছে বলে জানা যায়।

মানিকছড়ি থানার ওসি মাসুদ করিম এ উদ্ধার কার্যক্রমের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপিডিএফের সন্ত্রাসীরা গতকাল সেনা টহলের উপর গুলি ছুঁড়লে সেনা টহল ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়েছিল।আজ সকালে থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় টহলে গিয়ে খালি কার্তুজ ও তাজা কার্তুজ গুলো পরিত্যাক্ত অবস্থায় পেয়ে থানায় জমা করেন।বর্তমানে ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে।

Exit mobile version