parbattanews

মানিকছড়ি রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) সকালে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন কমিশনার নিয়োগ করে সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাতটি পদে শিক্ষার্থী নেতা নির্বাচন  করেন।

৫ম শ্রেণির শিক্ষার্থী তীর্থ বড়ুয়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে ৩য়-৫ম শ্রেণির ৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন পদে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন।

স্বাস্থ্য বিষয়ক পদে আলিফ হাসান (৩য়), পুস্তক ও শিখন সামগ্রী পদে উসেখ্যাইং মারমা(৩য়), পানি সম্পদ পদে মো. আরাফাত হোসেন (৪র্থ), পরিবেশ পদে মেহেরুন্নিসা (৪র্থ), ক্রীড়া ও সংস্কৃতি পদে তানজিদ তাহসান সিয়াম (৫ম), অভ্যথর্না ও আপ্যায়ন পদে নিসর্গ চৌধুরী (৫ম) ও মিড ডে মিল পদে চিংহ্লাবাই মারমা (৫ম) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে (পরিবেশ বিষয়ে) নির্বাচিত ৪র্থ শ্রেণির ছাত্রী মেহেরুন্নিসার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রধান শিক্ষক ক্যজ মারমা স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে বিজয়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন

Exit mobile version