parbattanews

মানিকছড়ি হাসপাতালে অবসর ও বদলিজনিত বিদায় শেষে কর্মকর্তার সুসজ্জিত গাড়ীতে বাড়ি পৌঁছলেন কর্মচারীরা

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবসর ও বদলিজনিত বিদায়ানুষ্ঠান শেষে নিজের সরকারি সুসজ্জিত গাড়ীতে বিদায়ীদের বাড়ি পৌঁছে দিয়ে ভালোবাসার প্রমাণ দেখালেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন খীসা।

৩ আগস্ট বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহায়ক মোঃ লুৎফর রহমানের অবসর গ্রহণ ও অফিস সহকারী মৃণাল কান্তি চাকমা ও স্বাস্থ্য সহকারী রাশেদা আক্তার বদলিজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন খীসা।

বিদায় অনুষ্ঠানের বিদায়ীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ রতন খীসাসহ অন্যান্যরা। পরে বিদায়ীদের নিজ( সরকারি) সুসজ্জিত গাড়ীতে তুলে বাড়ি, বাড়ি পৌঁছে দেন এই মহতি কর্মকর্তা ডাঃ রতন খীসা।

এতে বিদায়ী ও কর্মরত চিকিৎসক, নার্স, সেবক-সেবিকাসহ অন্যান্যরা কর্মকর্তার আন্তরিকতা দেখে অভিভুত হন। বিষয়টি জনমনে বেশ প্রসংশিত হয়েছে। অবসরে যাওয়া অফিস সহায়ক মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ৩৮ বছরের চাকরী জীবনে কর্মচারী বান্ধব এমন কর্মকর্তা পায়নি। স্যারের এই মহতি উদ্যোগে সকলের মাঝে কর্মচাঞ্চল্য আসবে।

Exit mobile version