parbattanews

মানিকছড়ি হাসপাতালে দুইজন আইসোলেশনে, জেলায় ১৪১ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

জ্বর ও কাশি নিয়ে দুই গার্মেন্টস কর্মীকে খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

সোমবার(১৩ এপ্রিল) বিকালে জ্বর ও কাশি নিয়ে আসলে তাদের হাসপাতালের আইসোলেশনের ভর্তি করা হয়।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, দুজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। তবে তারা সুস্থ্য বাছে।

অপর দিকে করোনা মহামারির ক্লাস্টার এরিয়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে জেলার পানছড়িতে আসা ১৪১ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ও মহালছড়িতে ১২ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

সেখানে নিরাপত্তা কর্মী পাহাড়া বসিয়ে তাদের খাবার সরবরাহসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। তাদের আপাতত স্বাস্থ্যগত কোন সমস্যা না থাকলেও তারা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। এর মাঝে সর্দি, কাশি, জ্বর দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে।

উল্লেখ, গত তিন দিনে রাতের আধারে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাস রিজার্ভ  করে অন্তত ৪ শতাধিক শ্রমিক খাগড়াছড়িতে প্রবেশ করে। যা এখনো অব্যাহত রয়েছে। যদিও খাগড়াছড়িতে প্রবেশ ও বাহির পথে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।

Exit mobile version