parbattanews

মানিকছড়িতে অবৈধ সিগারেট ও পিকআপসহ আটক ২

খাগড়াছড়ির মানিকছড়িতে অভিনব কায়দায় ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারের সময় একটি পিকআপসহ চোরাকারবারি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৩টায় উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাড়িটানা বাজারস্থ গাড়িটানা টোল বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের মো. মনতাজ মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (২৬) ও মৃত হাছেন আলীর ছেলে মো. আ. শুক্কুর (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে রাত সাড়ে ৩টায় মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাড়িটানা বাজারস্থ গাড়িটানা টোল বক্সের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি সংকেত দিয়ে থামানো হয়। পরে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের দেখানো স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪১৫ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানায় পুলিশ।

Exit mobile version