parbattanews

‘মানুষ হিসেবে মানুষের মাঝে সামাজিকতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে’

খাগড়াছড়িতে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ মে) সকালে জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় বক্তারা ধর্মীয় সম্প্রীতির উপর জোর দেন। বলেন, মানুষ হিসেবে মানুষের মাঝে সামাজিকতা, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। গুজব ও অপপ্রচারে কান দিয়ে বিশৃঙ্খলা করা যাবে না। মসজিদ, মন্দিরের মাইক ধর্মীয় বয়ান, প্রার্থনা ছাড়া কোন ধরনের উগ্র ও বিদ্বেষমূলক এবং দাঙ্গা ছড়াতে পারে এমন কাজে ব্যবহার না করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের নানামুখী উদ্যোগও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

পরে চলে দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় অংশ নেন ইমাম ও বৌদ্ধ ভিক্ষুসহ বিভিন্ন ধর্মাবলম্বীর শতাধিক অংশগ্রহণকারী।

Exit mobile version