parbattanews

মামলার পর সংবাদ সরিয়ে নিল ‘সিএইচটি নিউজ’

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের কয়েক ঘন্টার মধ্যে প্রকাশিত সংবাদ সরিয়ে ফেলা ফেলেছে প্রসীত বিকাশ  খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র মুখপত্র ওয়েব পোর্টাল সিএইচটি নিউজ ডটকম।

বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ এনে বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সদর থানায় জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা বাদী ওয়েব পোর্টাল সিএইচটি নিউজ ডটকম’র বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার উদ্ধৃতি ব্যবহার করে ‘আর্মিরাই জুম্ম রাজাকারদের ব্যবহার করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা’র শিরোনামে ওয়েব পোর্টাল সিএইচটি নিউজ ডটকম এ সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বুধবার(৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন এবং সেনাবাহিনী ও আওয়ামী লীগের বিরুদ্ধে ইউপিডিএফ’র অপপ্রচারের অংশ হিসেবে দাবি করা হয়।

সিএইচটি ডটকম পোর্টালটি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র মুখপাত্র হিসেবে পরিচিত। তবে এটির সাথে কারা সম্পৃক্ত সে বিষয়ে কারো কাছে কোন তথ্য নেই।

Exit mobile version