মারমা ছাত্র ঐক্য পরিষদকে কম্পিউটারসহ শিক্ষা সামগ্রী দিল খাগড়াছড়ি রিজিয়ন

fec-image

শিক্ষার গুরুত্ব বিবেচনা করে পিছিয়ে পড়া বাংলাদেশ মারমা সম্প্রদায়ের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষে কম্পিউটার ও অন্যান্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদকে শিক্ষা সহায়ক সামগ্রী কম্পিউটার ও প্রিন্টার উপহার হিসেবে প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর মো. ইমরোজ মুনীর, স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

শিক্ষা সহায়ক সামগ্রী কম্পিউটার ও প্রিন্টার প্রদানের পাশাপাশি মারমা সম্প্রদায়ের ৭৯টি পাড়া ভিত্তিক পাঠাগার ও লাইব্রেরিতে বই প্রদানের মাধ্যমে এ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রিজিয়ন কমান্ডার ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কম্পিউটার, খাগড়াছড়ি রিজিয়ন, মারমা ছাত্র ঐক্য পরিষদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন