মার্কিন সাড়া জাগানো অভিনেত্রী লিন কোহেন মারা গেছেন

fec-image

আমেরিকার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী লিন কোহেন মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিখ্যাত ব্রডওয়ে থিয়েটারের এই তারকা নিউইয়র্কে ৮৬ বছর বয়সে মারা যান।

লিন কোহেনের ম্যানেজার তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কোহেনের মৃত্যুর কারণ বিস্তারিত জানাননি।

লিন কোহেন বিশ্বজুড়ে সাড়া জাগানো টিভি সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। এইচবিও চ্যানেলের এই আলোচিত সিরিজটি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৬টি সিজনে মোট ৯৪টি পর্বে প্রদর্শিত হয়।

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস শহরে ছিল তার জন্ম। মঞ্চ, সিনেমা ও টেলিভিশনের দীর্ঘ ও বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ার ছিল তার।

অভিনেত্রী স্টিফানির সঙ্গে লিন কোহেন
কোহেনের বহুসংখ্যক সফল কর্মের মধ্যে ‘নার্স জ্যাকি’ ও ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’ ফিচার ফিল্ম উল্লেখযোগ্য। এছাড়া সায়েন্স ফিকশন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’-এ অভিনয় করেন তিনি। তার অভিনীত আলোচিত ও সফল কাজের মধ্যে ‘হ্যামলেট’, ‘আই রিমেম্বার মামা’, ‘টোটাল এক্লিপস’, চিকাগো মেড’ ও ‘ব্লু ব্লাডস’ অন্যতম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র, টেলিভিশন, লিন কোহেন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন