parbattanews

মহালছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ গুলি বিনিময়: মার্কিন স্বয়ংক্রিয় রাইফেল, পিস্তল উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:(আপডেইটেড)

খাগড়াছড়ির মহালছড়িতে নিরাপত্তাবাহিনী ও ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। তবে এ সময় কোন সন্ত্রাসীকে আটক করতে না পারলেও আমেরিকান একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, একটি ফ্রান্সের তৈরি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, সন্ত্রাসীদের একটি দল বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজি ও নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মহালছড়ি জোনের মেজর সালেহ বিন শফি’র নেতৃত্বে লেমুছড়ি এলাকায় অভিযান শুরু হয়।

ভোর সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। তবে স্থানীয় জনসাধারনের জানমালের ক্ষয়-ক্ষতির কথা বিবেচনা করে নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে তাদের ফায়ার বন্ধ করে। এ সুযোগে সন্ত্রাসীরা দূর্গম পাহাড়ী এলাকার ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলিসহ আমেরিকান তৈরী একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, কোল্ট রাইফেলের একটি একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলিসহ ইউএসএ তৈরী একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার হয়।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গুলির জবাবে নিরাপত্তাবাহিনী ২৬ রাউন্ড গুলি ছুঁড়েছে।

 

Exit mobile version