parbattanews

মার্চ-এপ্রিল মাসের দোকান ভাড়া মওকুফ করলেন পালংখালী ইউপি চেয়ারম্যান

করোনা পরিস্থিতি বিবেচনা করে গত মার্চ মাস ও চলতি মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত মোট ২ মাসের দোকান ভাড়া মওকুফ করলেন উখিয়া উপজেলার ০৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

থাইংখালী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত চৌধুরী মার্কেটের মোট ২২টি দোকানের ২ মাসের ভাড়া মওকুফ করা হয়। সারাদেশে লকডাউন জারি করায় দোকানপাট বন্ধ থাকার কারণে অর্থ সংকটে পড়েছে দোকানীরা। তাদের আর্থিক দিক বিবেচনা করে তিনি মার্চ ও এপ্রিল মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেন।

এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন,”আমার মার্কেট থেকে মাসে চল্লিশ-পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া উঠতো। স্থানীয় দোকানীরা ছোটখাটো ব্যবসা করলেও তারা খুব বেশি পরিমাণ টাকার মালিক নয়। তারা কোনোমতে দোকান থেকে আয় রোজগার করে তাদের জৈবিক চাহিদা পূরণ করে থাকে। তারা অল্পস্বল্প টাকা আয়ের মাধ্যমে তাদের সংসার চালায়। এখন দোকানীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারছেনা। ফলে কিছুটা আর্থিকভাবে টানাটানিতে পড়ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তাদের ২ মাসের ভাড়া মওকুফ করে দেওয়ার ঘোষণা দেই।

Exit mobile version