parbattanews

মালদ্বীপের চাপে সৈন্য সরাতে বাধ্য হচ্ছে ভারত

গত মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিলেন তিনি। সে লক্ষ্যেই মালদ্বীপের চাপে সৈন্য সরাতে বাধ্য হচ্ছে ভারত।

রোববার (৩ ডিসেম্বর) প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু জানান, মালদ্বীপ থেকে সৈন্য সরিয়ে নিতে ভারত সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের

মুইজ্জু বলেন, ‘আমাদের আলোচনায় ভারত সরকার ভারতীয় সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা উন্নয়ন প্রকল্পসংক্রান্ত ইস্যুর সুরাহায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতেও সম্মত হয়েছি।’

মুইজ্জুর বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু রয়টার্সের এই অনুরোধে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

উল্লেখ্য, মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে। নির্বাচনে জয়ী হলে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Exit mobile version