parbattanews

মালুমঘাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই: ৬০ লাখ টাকার ক্ষতি

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারস্থ চা-বাগান সড়কে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার ভোর রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার পরপর চকরিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে আনলে বাজারটি বড়ধরণের ক্ষয়ক্ষতি থেকে পেয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন, কতিপয় দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে বাজারে আগুন লাগাতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও প্যানেল চেয়ারম্যান শওকত আলী। বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, মঙ্গলবার রাতে মালুমঘাট চা-বাগান রোড এলাকায় দোকান ব্যবসায়ীরা বেচাবিক্রি শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার ভোররাত তিনটার দিকে কতিপয় দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর মুর্হুতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে ওইসময় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে সাইফুল ইসলামের জেনারেটর দোকান, ২টি মুদির দোকান, ২টি ডিপার্টমেন্টাল (কসমেটিক) দোকান, ১টি সেলুনের দোকান, ১টি মোবাইলের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধারণা করছেন, অগ্নিকাণ্ডে জেনারেটর দোকানে পুড়ে গেছে প্রায় ৩০ লাখ টাকা দামের ৫টি জেনারেটর ও অবশিষ্ট ৬টি দোকানের ৩০ লাখ টাকার মালামাল।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মালুমঘাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে তালিকা পাঠানোর জন্য ডুলাহাজারা ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, মালুমঘাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা দানে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় কোন ধরণের নাশকতা কিংবা শত্রুতা আছে কী না তা চিহিৃত করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। কারণ ব্যবসায়ীদের এত পরিমাণ ক্ষতি সহজে মেনে নেওয়া যাবেনা।

Exit mobile version