parbattanews

মালয়েশিয়াগামী ৫৮জন নারী-পুরুষ ও শিশুসহ ট্রলার জব্দ

টেকনাফের সেন্টমার্টিন কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য গমণকালে ৫৮ জন নারী-পুরুষ ও শিশুসহ ট্রলার জব্দ করেছে। এসময় মানব পাচারে জড়িত ২ দালালকে আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে ইফতার চলাকালীন সময়ে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোসেল রানার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিন দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ভিকটিম ও দালালসহ ট্রলারটি জব্দ করে নিয়ে আসে।

পরে জিজ্ঞাসাবাদে মালয়েশিয়াগামী ২৮জন নারী, ২০জন পুরুষ ও ১০জন শিশু এবং টেকনাফ নাইট্যং পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র রুবেল ও কুতুপালং ক্যাম্পের ওমর ফারুক নামে দুই মানরব পাচারকারী দালালকে আটক করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ভিকটিমদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ এবং দালালের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

Exit mobile version