মালয়েশিয়া পাচারকালে ১৫ রোহিঙ্গা নারী-শিশু আটক

fec-image

কক্সবাজার সদরের ঈদগাঁহস্থ ইসলামপুর থেকে ১৫ রোহিঙ্গাকে আটক করেছে জনতা। এর মধ্যে বেশ ক’জন নারী ও শিশু রয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের মাঝের পাড়া থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া পাচারের জন্য তাদের জড়ো করা হয়েছিল বলে ধারণা করছে স্থানীয়রা।

তারা আরো জানান, গভীর রাতে অপরিচিত এ সব নারী, পুুুরুষ ও শিশুরা উক্ত স্থানে জড়ো হয়ে  সন্দেহজনক চলাফেরা করলে লোকজন তাদের আটক করলে তারা নিজেদের শরণার্থী শিবিরের রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে লোকজন তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশকে সংবাদ দেয়। তবে পাচারে জড়িত স্থানীয় বা বহিরাগত কাউকে রিপোর্ট লিখা পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে জানান স্থানীয়রা।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী  উপ-পরিদর্শক মহিউদ্দিন রোহিঙ্গাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাচারের জন্য তাদের সেখানে জড়ো করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন