parbattanews

মালয়েশিয়া ফেরত ট্রলার থেকে উদ্ধার হওয়া অনেকে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে 

ছবির এরা সবাই রোহিঙ্গা শিশু। উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য চলে গিয়েছিল। এরা ১৫ এপ্রিল আটক হওয়া ট্রলারে ছিল বলে জানা গেছে। এদের অনেকেই সেইদিন রাতের আঁধারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে গেছে।

তারা জানায় তাদের বহনকারী ওই ট্রলারটি দীর্ঘ ৫০ দিন সাগরে ভাসতেছিল। ওই সময়ে ট্রলারে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, হারেছা বেগম নামের এক নারী বর্তমানে লেদা আই এম ও হাসপাতালে চিকিৎসাধীন আছে। নায়েম উল্লাহ নামের একজন এই ছোট্ট শিশুদের সাথে ট্রলারে ছিল। সম্পর্কে নাইম উল্লাহ এই শিশুদের মামা।

তার ভগ্নীপতি ও শিশুদের বাবা রশিদ উল্ল্যাহ বর্তমানে মালয়েশিয়ায় আছে। সবাই তার পিতা ও ভগ্নীপতির কাছে যাওয়ার জন্য ওই ট্রলারে পালিয়েছিল।

পালংখালী ইউপির চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী সূত্রে জানা গেছে,  এদেরকে ১৩নং রোহিঙ্গা ক্যাম্প হতে উদ্ধার করা হয়। এছাড়াও ১৩নং ক্যাম্পে আরো ৮ জন আছে বলে খবর পেয়ে তাদেরকে উদ্ধারের জন্য ক্যাম্প মাঝিরা শুক্রবার(১৭ এপ্রিল) রাত ১ টায় উদ্ধার অভিযানে যায়।

Exit mobile version