parbattanews

মা‌টিরাঙ্গায় আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন

“‌ডি‌জিট‌লি প্রযু‌ক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য কর‌বে নিরসন” শ্লোগা‌নে সারাদেশের ন্যায় খাগড়াছ‌ড়িরর মা‌টিরাঙ্গায় আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন করা হ‌য়ে‌ছে।

এ উপল‌ক্ষে উপ‌জেলা প্রশাসন ও ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্তরের আ‌য়োজ‌নে বুধবার (৮ মার্চ) সকা‌লে র‌্যালী ও আ‌লোচনা সভার আয়োজন করা হ‌য়ে‌ছে।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবা‌দুল হ‌কের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, বিদায়ী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব।

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফা‌তেমা চৌধুরী, থানা অ‌ফিসার ইনচার্জ (তদন্ত), আমজাদ হো‌সেন, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মোস্ত‌ফিজুর রহমান আ‌লোচনা সভায় বক্তব্য রা‌খেন।

বক্তারা বলেন, পুরুষ শা‌সিত সমা‌জে নারী পুরু‌ষের বৈষম্য অ‌নেকটা ক‌মে‌ছে । এখন দে‌শের সর্বক্ষে‌ত্রে পুরু‌ষের পাশাপাশি নারীরা গুরুত্বপূর্ন অবদান রাখ‌ছে। খাগড়াছ‌ড়ি‌তে কৃ‌ষি ক্ষে‌ত্রে এ‌গি‌য়ে রয়ে‌ছে নারীরা। তা ছাড়া পড়া‌লেখায়, আনসার, পু‌লিশ ,বি‌জি‌বি, সেনাবা‌হিনীসহ প্রশাস‌নিক পর্যায় গুরুত্বপূর্ন অবদান রাখ‌ছে নারী‌রা। নারী পুরু‌ষের বৈষম্য আ‌রো কমা‌তে কন্যা সন্তা‌নকে উপযুক্ত শিক্ষায় শি‌ক্ষিত কর‌তে হ‌বে। নারী অ‌ধিকার প্রতিষ্ঠায় বাল্যবিবাহ হ‌তে বের হ‌য়ে আস‌তে হ‌বে। বর্তমান আওয়মী লীগ সরকা‌রের ডি‌জিটাল পদ্ধ‌তি ও প্রযুক্তির স‌ঠিক ব্যবহার নারী‌ পুরুষ দূরত্ব কম‌বে বলে আশাবাদ ব্যাক্ত ক‌রেন।

এ সময় উপ‌জেলার বি‌ভিন্ন সরকারি দপ্ত‌রের কর্মকর্তা-কর্মচা‌রি, স্কুলের শিক্ষকমন্ডলী ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছি‌লেন।

Exit mobile version