parbattanews

মা‌টিরাঙ্গায় আন্তর্জা‌তিক দুর্নী‌তিবি‌রোধী দিবস পালিত

“রুখ‌বো দু‌র্নী‌তি গড়‌বো দেশ, হ‌বে সোনার বাংলাদেশ ‌”স্লোগা‌নে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় আন্তর্জা‌তিক দুর্নী‌তিবি‌রোধী দিবস পালিত হ‌য়ে‌ছে।

এ উপল‌ক্ষে শ‌নিবার (৯ ডি‌সেম্বর) সকা‌লে জাতীয় পতাকা উ‌ত্তোল ও জাতীয় সঙ্গীত প‌রি‌বেশন এবং র‌্যালি শে‌ষে উপ‌জেলা সে‌মিনার রুম “রিছাং”এ আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ডে‌জি চক্রবর্তীর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা পরিষদ চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম। স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিদষদ ভাইচ চেয়ারম‌্যান আ‌নিচুজ্জামান ডা‌লিম। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা সাবস্থ‌্য ক‌মপ্লেক্সের আব‌া‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. মিলটন ত্রিপুরা, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মেজবা উ‌দ্দিন, দুর্নী‌তি প্রতি‌রোধ ক‌মি‌টির সাধারণ সম্পাদক আস্রাফ উ‌দ্দিন খন্দকার ও মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) কমল কৃঞ্চ ধর প্রমুখ।

বক্তারা ব‌লেন, শুধু আ‌র্থিক লেনদেন নয়, স্বজনপ্রীতি করাও দুর্নী‌তি। দু‌র্নীতি প্রতি‌রোধ কর‌তে হ‌লে সরকা‌রের পাশাপা‌শি সাধারণ মানুষ‌কে স‌চেতন হ‌তে হ‌বে। সবার অবস্থান থে‌কে দুর্নী‌তি‌কে না বল‌তে হ‌বে। উন্নত সমৃদ্ধশালী দুর্নীতমুক্ত বাংলা‌দেশ গড়‌তে আমা‌দেরকে মান‌সিকতার প‌রিবর্তন আন‌তে হ‌বে ব‌লে উ‌ল্লেখ ক‌রেন বক্তারা।

এ সময় উপ‌জেলা দু‌র্নী‌তিপ্রতি‌রোধ ক‌মি‌টির সভাপ‌তি মো. মা‌নিক মিয়া, ম‌হিলা বিষয় কর্মকর্তা ওবায়দুল হক, ফায়ার সা‌র্ভিস কর্মকর্তা জীবক কান্ত বড়ুয়াসহ বি‌ভিন্ন সরকার-বেসরকারি প্রতিষ্ঠা‌নের পদস্থ‌্য কর্মকর্তা কর্মচা‌রি ও শ্রেণিপেশার লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version