parbattanews

মা‌টিরাঙ্গায় বিএন‌পির প্রতিবাদ সমাবেশ

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল (বিএন‌পি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পল্লবীসহ দেশব্যাপী বিএন‌পির চলমান কর্মসূ‌চি‌তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গু‌লিবর্ষণ ও ক্ষমতাসীনদের হামলার প্রতিবাদে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় প্রতিবাদ সমা‌বেশ অনুষ্ঠিত হয়েছে।

র‌বিবার (১৮ সে‌প্টেম্বর) পূর্বনির্ধা‌রিত সময় অনুযায়ী সকাল ১০টায় মাটিরাংগা উপজেলা ও পৌর বিএন‌পির উ‌দ্যোগে এ প্রতিবাদ সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমা‌বে‌শের শুরু‌তে দলীয় কার্যায়ের সাম‌নে থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল বের কর‌তে চাই‌লেও আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তায় দলীয় কার্যাল‌য়ের সাম‌নে সং‌ক্ষিপ্ত প্রতিবাদ সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, মানুষকে হামলা-মামলা ও হত‌্যা ক‌রে গণত‌ন্ত্রের আন্দলন বন্ধ করা যা‌বেনা। ঢাকার পল্লবীসহ সারাদেশে বিএন‌পি নেতকর্মীদের হামলায় জড়িতদের বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে সকল প্রতিকূলতা‌কে অ‌তিক্রম ক‌রে খাগড়াছ‌ড়ি‌তে ওয়াদুদ ভূঁইয়ার হাতকে আ‌রো শ‌ক্তিশা‌লী কর‌তে নেতা কর্মীরা প্রস্তুত র‌য়ে‌ছে ব‌লে জানান বক্তারা।

উক্ত প্রতিবাদ সমা‌বে‌শে‌ মা‌টিরঙ্গা উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি বাহাদুর খা‌নের সভাপ‌তিত্বে উপ‌স্থিত ছি‌লেন খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পির সদস্য নুরুল আ‌মিন নুরু, মা‌টিরাঙ্গা পৌর বিএন‌পির সভাপ‌তি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল কাজল, উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক জয়নাল আব‌দিন সরকার, পৌর যুবদ‌লের আহ্বায়ক গিয়াস উ‌দ্দিন, উপ‌জেলা যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক জামাল উ‌দ্দিন জালাল, মা‌টিরাঙ্গা উপ‌জেলা ও পৌর বিএন‌পির নেতা-কর্মীরা ।

Exit mobile version