parbattanews

মা‌টিরাঙ্গায় স্কু‌লে স্কু‌লে পৌঁ‌ছে দেয়া হ‌চ্ছে নতুন বই

আগামী ১ জানুয়ারি ২০২৪ দেশব‌্যাপী বই মেলায় শিক্ষার্থীদের হা‌তে নতুন বই তু‌লে দেয়া হ‌বে। সে ল‌ক্ষ্যে প্রত‌্যন্তাঞ্চ‌লের স্কু‌লে স্কু‌লে পৌঁ‌ছে দেয়া হ‌চ্ছে বইগুলো। নতুন বছরে নতুন বইয়ের সুগন্ধে হবে বই উৎসব। বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পাঠ্যবই।

সে ল‌ক্ষ্যে বৃহস্পতিবার (২৮ ডি‌সেম্বর) সকাল থে‌কে খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় স্কুলে স্কুলে বই পাঠানোর কাজ শুরু হয়েছে।

মা‌টিরাঙ্গা উপজেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মো. আশরাফুল ইসলাম সিরা‌জি জানান, উপ‌জেলার প্রথ‌মি‌ক বিদ‌্যাল‌য়ের সংখ‌্যা ১১০‌টি, ‌শিক্ষার্থীদের সংখ‌্যা ১৫ হাজার ২৬০ জন। বই‌য়ের চা‌হিদা র‌য়ে‌ছে ৭২ হাজর ৪৫৬‌টি। তার ম‌ধ্যে সরকারি ৯০‌টি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে বই প্রেরণ করা হ‌য়ে‌ছে। বেসরকারি ২০‌টি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে আগামী ৩১ ডি‌সেম্বর প্রেরণ করা হ‌বে।

উপজেলা মাধ‌্যমিক ও মাদ্রাসা শিক্ষা অ‌ফিসার না থাকায় তাৎক্ষ‌ণিক সং‌শ্লিট‌্য বিষয় পূর্ণাঙ্গ তথ‌্য পা‌ওয়া যায় নি। ত‌বে উপ‌জেলার বে‌শির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠা‌নে বই প্রেরণ করা হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

Exit mobile version