parbattanews

মিছিল পিকেটিং’র মধ্যদিয়ে বান্দরবানে ১৮ দলের ৬০ ঘন্টা হরতালের শেষ দিন চলছে

IMG_10282013_083811

মোঃ কামরান ফারুক, বান্দরবান থেকে:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় মঙ্গলবার সকাল থেকে মিছিল ও পিকেটিং এর মাধ্যমে ১৮ দলের ডাকা ৩ দিনের হরতালের শেষ দিন পালিত হচ্ছে।

সকাল ১০ টার দিকে বান্দরবান বাজারের কেন্দ্রস্থলে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে এবং বিএনপির জেলা কার্যালয়ের সামনে এসে সমাবেশ করতে থাকে।
বেলা সাড়ে ১০ টা পর্যন্ত দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সকাল থেকে পুলিশ বাহিনী শহরের বিভিন্ন স্পটে দায়িত্বপালন করছে। এখনো পর্যন্ত শহরের কোথায় কোন প্রকার সংঘর্ষ কিংবা নাশকতার ঘটনা ঘটেনি।
এদিকে নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমান সদস্যের টহল অব্যাহত রয়েছে।

Exit mobile version