parbattanews

মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় পানছড়ি কলেজ গেইট ও পূজগাং বাজারে পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করেছে।

সমাবেশ দু’টিতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুবফোরাম পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, সাংগঠনিক সম্পাদক সুরমঙ্গল চাকমা, কৃপায়ন চাকমা, ইউপিডিএফ প্রতিনিধি সাইক্লোন চাকমা, ৩নং পানছড়ি ইউপি সদস্য সঞ্চয় চাকমা।

বক্তারা বলেন, নব্য মুখোশ বাহিনী ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ হত্যাটি করেছে। এ হত্যাকাণ্ডটি কাপুরুষোচিত, বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য অপরাধ উল্লেখ করে প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বেলা সোয়া ১২টায় খাগড়াছড়ি জেলা শহরের স্লুইস গেইট এলাকায় দুর্বৃত্তরা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে।

Exit mobile version