parbattanews

মিথ্যাচার থেকে বেরিয়ে এসে সত্যকে প্রতষ্ঠিত করতে হবে:  কংজরী চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙ্গা:

মাহে রমজান সম্প্রীতি-সংযম, ধৈর্য-সহানুভূতি, পারস্পরিক সর্ম্পককে মজবুত করার শিক্ষা দেয় উল্লখে করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন,  হিংসা, হানাহানি, বিদ্বেষ ভুলে সুন্দর সমাজ গঠনের আহ্বান জানিয়েই রমজানের আগমন ঘটে। রমজানের সংযম থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। মিথ্যাচার থেকে বেরিয়ে এসে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে।  মানুষে মানুষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মজবুত করতে হবে।

শুক্রবার খাগড়াছড়রি গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ পরচিালনা কমটি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে মসজিদ পরচিালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব  করেন।

ইফতার মাহফিলে সিন্দুকছড়ি জোন অধনিায়ক লে.কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, গুইমারা উপজেলা পরষিদ চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. জোবায়রেুল হক,  গুইমারা থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মো. শফিকুল ইসলাম, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাথোয়াই চৌধুরীসহ নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতনিধিগণ প্রমুখ।

লংগদুর প্রসঙ্গ টেনে খাগড়াছড়ি র্পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, আমরা এমন ঘটনার পুনারাবৃত্তি আর দেখতে চাইনা। পাহাড়ি-বাঙালীর বিভেদ তৈরি না করে সকলকে বাংলাদেশের নাগরিক হিসেবে ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে ইফতার মাহফিলের প্রধান অতিথি খাগড়াছড়ি র্পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিগণকে গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

পরে গুইমারা কেন্দ্রীয়  জামে মসজিদের পেশ  ইমাম দেশ-জাতির মঙ্গল ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দোয়া পরিচালনা করেন।

Exit mobile version