parbattanews

মিয়ানমারের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ দুই বিদেশি সাংবাদিককের বিরুদ্ধে

পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারের রাজনধানী নেপিদোতে  সংসদের কাছে ড্রোন উড়ানো চেষ্টা করার অভিযোগে মামলার সম্মুখীন হওয়া দুই বিদেশী সাংবাদিককের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে দেশটির আদালতে। এবার অভিবাসন আইন  লঙ্ঘনের  মামলা দেওয়া হল তাদের বিরুদ্ধে।

সোমবার (২৭ নভেম্বর) আদালতে নেপিদোর  জাবুথিরি টাউনশিপ আদালতের বিচারক ইউ জা উইন হুটি জানান, ১৯৪৭ সালের মিয়ানমার ইমিগ্রেশন আইনের১৩ (১) ধারা অনুযায়ী জাবুথিরি শহরের অভিবাসন অফিসার দুজন বিদেশী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে  সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং অন্তত ১৫০০ কিয়াত জরিমানা।

অভিযুক্তদের আইনজীবী জানান, তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ‘ টিআরটি ওয়ার্ল্ড’-এর মালয়েশিয়ান প্রযোজক মোক চিয়েন লিন এবং সিঙ্গাপুরের ফ্রিল্যান্স ক্যামেরা অপারেটর লউ হান মং এর  ভিসার মেয়াদ ১৭ নভেম্বর  আটক থাকা অবস্থায় শেষ হয়ে যায়।

তাদের আইনজীবী ইউ খিন মং জা বলেন, তাদেরকে ভিসার মেয়াদের পর থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। অথচ তাদেরকে আটক রাখার কারণে এ ঘটনা ঘটে।  তিনি আরো বলেন, এ বিষয়ে অভিযুক্তদের দূতাবাসগুলোকে অবহিত করা হয়েছে।

গত ২৭ অক্টোবর রাজধানী নেপিদোতে ড্রোনের মাধ্যমে ভিডিও ধারনের এই দুইজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। ২১ অক্টোবর তারা পেশাগত কাজে মিয়ানমার গিয়েছিলেন।

আটকের পর দেশটির নিরাপত্তা বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায় আটককৃতরা বিমান আইন ছাড়াও আমদানি-রপ্তানি আইন ভঙ্গ করেছেন। কিন্তু বিচারক ১৯৩৪ সালের বিমান আইনের একটি ধারাকে প্রাধান্য দিয়ে তাদেরকে ২ মাসের কারাদণ্ড দেন।

যথাযথ লাইসেন্স ছাড়া ‘নিষিদ্ধ’ পণ্য আমদানির দায়ে তারা অতিরিক্ত তিন বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারে বলে আইনজীবী জানিয়েছেন।

নতুন অভিযোগ নিয়ে আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

 

সূত্র: south asian monitor

Exit mobile version