parbattanews

মিয়ানমারের আরও ১০ সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি লেবুবাগান এলাকায় নতুন করে আরও ১০ জন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে মিয়ানমারের ১০ সেনাসদস্য আন্তর্জাতিক সীমানা-রেখা অতিক্রম করে প্রাণের ভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা ঠাঁই নেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। আশ্রয় নেওয়া ১০ সেনাসদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরে তাদের দেশের বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে চলে আসছে তুমুল যুদ্ধ। চলমান সংঘর্ষের কারণে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সঙ্গে যুদ্ধের ময়দানে টিকতে না পেরে সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা প্রাণের ভয়ে বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরে এসে আশ্রয় নিয়েছেন।

এখন পর্যন্ত ২০৩ জন সেনা ও বিজিপির সদস্য বাংলাদেশের আশ্রয়ে আছেন।

Exit mobile version