parbattanews

মিরাজের ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ

 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে আগে বোলিং নিলেও শুরুতে সুবিধা করতে পারছিল না বাংলাদেশের পেসাররা।

তবে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। সময় গড়াতেই টাইগা দাপটে চাপে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। ১১২ রানে দুই উইকেট হারানো আফগানরা। থামে ১৫৬ রানে।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে ১৩ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়েন তামিম। এরপর দলীয় ২৭ রানে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান লিটন।

তবে মেহেদি হাসান মিরাজের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন মিরাজ। ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ২৩ ওভারে ৪২ রান প্রয়োজন বাংলাদেশের।

Exit mobile version