parbattanews

মিয়ানমারকে সাবমেরিন-বিধ্বংসী হালকা টর্পেডো ‘শায়না’ দিয়েছে

ভারতীয় অস্ত্র শিল্পের জন্য বড় ধরনের অর্জন বলা চলে। দেশটি ৩৭.৯ মিলিয়ন ডলারের অস্ত্র রফতানি চুক্তির অংশ হিসেবে এডভান্সড লাইট টর্পেডো (টিএএল) ‘শায়না’র প্রথম ব্যাচ মিয়ানমারে পাঠিয়েছে। লাইভফাস্ট ওয়েবসাইট এই খবর দিয়েছে।

রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ভারত ডিনামিক্স লি. (বিডিএল) এসব টর্পেডো তৈরি করে। আর টর্পেডোগুলো ল্যান্সার সিস্টেমে সংযোজনের কাজটি করেছে লারসেন এন্ড টুবরো।

টিএএল শায়না হচ্ছে ভারতের নিজস্ব তৈরি হালকা ওজনের সাবমেরিন-বিধ্বংসী টর্পেডো। এটি উদ্ভাবন করেছে ডিআরডিও’র নেভাল সাইন্স এন্ড টেকনলজিক্যাল লেবরেটরি। বিশাখাপট্টমে বিডিএলের কারখানায় টর্পেডোগুলো তৈরি করা হয়।

শায়না টর্পেডো রফতানির মধ্য দিয়ে ভারত ও মিয়ানমারের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এর আগে মিয়ানমারকে একুয়াস্টিক ড্রোন, নেভাল সেন্সর ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ভারত।

সীমান্ত এলাকায় সক্রিয় জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নির্মূলের জন্য দেশ দুটি তাদের সহযোগিতা জোরদার করেছে বলেও জানা গেছে।

Exit mobile version