মিয়ানমারের অপহৃত ২ শিক্ষক বাংলাদেশে!

fec-image

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু থানার তুমব্রু মাধ্যমিক বিদ্যালয়ের অপহৃত ২ শিক্ষক অবশেষে মুক্ত হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক উ বো ওয়ান ও সহকারী প্রধান শিক্ষিকা ড উমা ক্য ১৬ জুন অপহরণের শিকার হয়েছে বলে জানা যায়।

এরপর থেকে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) বা আরাকান আর্মি (এএ) এ অপহরণ ঘটিয়েছে বলে পরস্পর দোষারোপ করে আসছিল। এ নিয়ে মিয়ানমারের মংডু এলাকায় বসবাসকারী রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর মধ্যেও উত্তেজনা চলছে।

এদিকে একটি সূত্র দাবি করেছে মিয়ানমারের অপহৃত ২ শিক্ষক বাংলাদেশী ২০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ের পরে ২৩ জুন বৃহস্পতিবার সকালে ছাড়া পেয়েছে। তবে অপহরণকারীরা ছেড়ে দিলেও বাংলাদেশ সীমান্তের টেকনাফ উপজেলার ঝিমংখালী এলাকা দিয়ে মিয়ানমার পাড়ি দেওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) টহল দলের হাতে ধরা পড়ে। যদিওবা ২ বিজিবি টেকনাফ ব্যটালিয়ন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ধরনের তথ্য উপাত্ত প্রকাশ করেনি।

তাই অপহৃত মিয়ানমারের ২ শিক্ষক আসলে এখন ঠিক কোথায় তার রহস্য উন্মোচন করা যায়নি।

এ বিষয়ে মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) বাংলাদেশ কনস্যুলেট এর এক কর্মকর্তা জানান, এ বিষয়ে আপডেট কোন তথা তাদের কাছে নেই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, বাংলাদেশ, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন