parbattanews

মিয়ানমারের উত্তরাঞ্চল থেকে চীনা নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

মিয়ানমারের সহিংসতাপ্রবণ উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে চীন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুখপাত্র মাও নিং বলেছেন, মিয়ানমারের স্বশাসিত কোকাং অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ ও জটিল। ফলে চীনা নাগরিকদের অঞ্চলটির লাউক্কাই এলাকা থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর সম্প্রতি মিয়ানমার জান্তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সমন্বিতভাবে হামলা শুরু করেছে। ইতোমধ্যে তারা বেশ কিছু শহর ও সামরিক ফাঁড়ি দখল করেছে। এতে উদ্বিগ্ন প্রতিবেশী চীন।

মাও নিং বলেছেন, মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলো সর্বোচ্চ মাত্রায় ধৈর্য বজায় রাখবে, পরিস্থিতির উত্তেজনা নিরসনে উদ্যোগ নেবে।

চীনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুতে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সামরিক শাসক ও বিদ্রোহী গোষ্ঠীগুলো বৈঠকে মিলিত হয়।ওই বৈঠকে তারা অস্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়।

Exit mobile version