parbattanews

মিয়ানমারের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

মিয়ানমারের অচলাবস্থা দীর্ঘদিনের, তার ওপর আরোপ হচ্ছে নিষেধাজ্ঞা। এবার জান্তা সরকারের অধিভুক্ত বর্ডার গার্ড ফোর্সের (বিজিএফ) কর্নেল সাও চিত থু এবং ক্যাসিনোর শহর হিসেবে পরিচিত কারেন রাজ্যের বিতর্কিত শ্বে কোক্কোর জুয়া প্রকল্পে জড়িত দুজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার, জোরপূর্বক শ্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অন্য দুই ব্যক্তি হলেন, চীনের বিনিয়োগকারী শি জিলিয়াং ও সাও চিত থুর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল সাও মিন মিন ও। চীনা অপরাধীচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা, মানবপাচার, অনলাইন প্রতারণা, জুয়া ও অন্যান্য অপরাধের জন্য এই প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কুখ্যাত হয়ে উঠেছে।

এই প্রকল্প সাও চিত থু ও তাঁর সীমান্তরক্ষী কর্মীদের আয়ের প্রধান উৎস। সূত্র : ইরাবতী

Exit mobile version