parbattanews

মিয়ানমারের নৌবাহিনীকে সাবমেরিন দিচ্ছে ভারত

মিয়ানমারের নৌবাহিনীকে একটি কিলো-ক্লাস অত্যাধুনিক একটি সাবমেরিন দিচ্ছে ভারত। এটাই মিয়ানমারের প্রথম ডুবোজাহাজ হবে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে শ্রীবাস্তবকে মিয়ানমারের বিষয়ে প্রশ্ন করা হয়।

জবাবে ভারতীয় মুখপাত্র বলেন, ‘দু’দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মিয়ানমারকে একটি কিলো-ক্লাস অত্যাধুনিক ডুবোজাহাজ দেয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে ওই ডুবোজাহাজটির নাম ছিলো আইএনএস ‘সিন্ধুবীর’। এটাই মিয়ানমার নৌবাহিনীর প্রথম ডুবোজাহাজ হবে। এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করবে। প্রতিবেশী দেশের সামর্থ ও শক্তি বাড়িয়ে এশিয়ার এই অঞ্চলের সবাইকে নিরাপত্তা দেয়াই আমাদের লক্ষ্য।’

ভারতের এই উদ্যোগ এসএজিএআর (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিওন) ভিশনের সঙ্গে সঙ্গতিপুর্ণ বলে মুখপাত্র উল্লেখ করেন।

 

Exit mobile version