মিয়ানমারের রাখাইন রাজ্যে চীনের প্রকল্পগুলোকে আরাকান আর্মির সমর্থন

fec-image

মিয়ানমারের সংঘাত কবলিত রাখাইন রাজ্যে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআিই) আওতায় বড় আকারের অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হলে তাকে স্বাগত জানানোর ইংগিত দিয়েছে সরকারের বিরুদ্ধে স্বায়ত্বশাসনের জন্য লড়াইরত আরাকান আর্মি (এএ)।

এএ’র রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ) সম্প্রতি এক বিবৃতিতে বলে, যেসব সরকার ও প্রতিষ্ঠান চীনা অর্থায়নের গভীর সমুদ্র বন্দর ও কিয়াকফিউ স্পেশাল ইকনমিক জোনের মতো পারস্পরিক লাভজনক প্রকল্প নিয়ে এগিয়ে আসবে তাদেরকে স্বাগত জানানো হবে।

বিবৃতে বলা হয়, মাল্টি সেক্টরাল উন্নয়নের জন্য কাজ করছে এমন প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে ইউএলএ প্রস্তুত।

বিআরআই’র অংশ হিসেবে চায়না-মিয়ানমার ইকনমিক করিডোর নির্মাণ করতে ২০১৮ সালের সেপ্টেম্বরে চীনের সঙ্গে চুক্তি সই করে মিয়ানমার। প্রায় ১,০০০ মাইল দীর্ঘ এই করিডোর চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে মিয়ানমারের বড় বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোকে যুক্ত করে রাখাইন রাজ্যের কিয়াকফিউ স্পেশাল ইকনমিক জোনে এসে পৌছবে।

সূত্র: সাউথএশিয়ানমনিটর

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরাকান আর্মি, মিয়ানমার, রাখাইন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন