parbattanews

মিয়ানমারের শীর্ষ সন্ত্রাসী আবদুল হাকিম ডাকাতের আস্তায় অভিযান চালিয়ে ১৭টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৭ রাউন্ড কার্তুজসহ দুই সহযোগী আটক

 

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী জঙ্গি সংগঠন (আল অ্যাকিন) এর (সামরিক প্রধান) রোহিঙ্গা ডাকাত  ও শীর্ষ সন্ত্রাসী আব্দুল হাকিমের দুই সহযোগীকে ১৭টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৭ রাউন্ড কার্তুজসহ আটক করেছে ‌র‌্যাব-৭।

আটককৃতরা হচ্ছে, টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার আবুল হাসিমের ছেলে শামসুল আলম(২২) একই এলাকার মো. ধইল্ল্যার ছেলে মোহাম্মদ ফরিদ (২৬)। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী হিসেবে কাজ করে আসছিল।

সোমবার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

মেজর রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে ১৭টি আগ্নেয়াস্ত্র ও ৬৩৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি টেকনাফ থেকে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের শ্যালককে অস্ত্রসহ আটক করেছিল আইন-শৃঙ্খলাবাহিনী।

Exit mobile version