parbattanews

মিয়ানমারের সংঘাতে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে

মিয়ানমারে সেনাবাহিনী ও জাতিগত রাখাইন বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘর্ষের কারণে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে। অনেক গ্রামবাসী অনাহারে দিন কাটাচ্ছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

মঙ্গলবার এক রিপোর্টে সেভ দ্য চিলড্রেন জানায়, মিয়ানমারের প্রত্যন্ত পশ্চিম অঞ্চলে সংঘাতের কারণে শিশুরা ক্রমেই বেশি বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এক বিবৃতিতে সংগঠনটি বলে, মাইন ও আইইডি’র ব্যাপক ব্যবহার বিশেষ করে শিশুদের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।

সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয় যে চলতি বছরের প্রথম তিন মাসে রাখাইন রাজ্যের মধ্যাঞ্চলে ১৮ শিশু নিহত ও ৭১ শিশু শারীরিকভাবে পঙ্গু হয়েছে। অথচ ২০১৯ অক্টোবর-ডিসেম্বর সময়ে তিন শিশু নিহত ও আরো ১২ জন আহত হয়েছে।

রিপোর্টে বলা হয়, রাখাইন রাজ্যে শিশুরা প্রধান যে নির্যাতনের শিকার হচ্ছে তার প্রধান তিনটি হলো: হত্যা, পঙ্গুত্ব ও চাঁদাবাজি।

ওই অঞ্চলে স্থানীয় জাতিগত বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াই চলছে। রাখাইনের প্রতিবেশী চিন রাজ্যেও সংঘর্ষ চলছে।

Exit mobile version