parbattanews

মিয়ানমারের ৭৮ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ, ‘পুশব্যাক’ করছে বিজিবি

টেকনাফ প্রতিনিধি:

মিয়ানমারের মুসলিম-অধ্যুষিত রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পেক্ষাপটে আতংকিত রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনীর সতর্কাবস্থার কারণে ৭৮ রোহিঙ্গা মুসলিমকে আটক করে ‘পুশব্যাক’ করেছে বিজিবি।

শুক্রবার ভোরে নাফ নদী পেরিয়ে নৌকায় ও সাঁতার করে ৭৮ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকার চেষ্টা করে। এ সময় বিজিবির সতর্কাবস্থার কারণে তাদের চেষ্টা ব্যর্থ হয়ে পরে আটক করে তাদেরকে পুশব্যাক করেছে।

২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, গত কয়েকদিনে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে লোকজনের বাংলাদেশে ঢোকার কিছু চেষ্টা তারা ‘প্রতিহত’ করেছেন এবং গতকাল উনছিপ্রাং, ওয়াব্রাং, হ্নীলা ও দমদমিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৭৮ জন রোহিঙ্গাকে স্বদেশে পুশব্যাক দেওয়া হয়েছে।

বিজিবির এক কর্মকর্তা অবশ্য ফেরত পাঠানো লোকের সংখ্যা ৭৮ বলে উল্লেখ করেন, অধিকাংশই নারী ও শিশু। অক্টোবর মাসে রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হবার পর থেকে যতগুলো দলকে বাংলাদেশ পুশব্যাক করেছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়।

Exit mobile version