parbattanews

মিয়ানমারের ৯১ জেলেকে হস্তান্তর আজ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে কারাভোগ শেষ করা মিয়ানমারের ৯১ জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে আজ বুধবার মিয়ানমারের বিজিপি’র কাছে হস্তান্তর করতে যাচ্ছে বিজিবি।

বুধবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরোপয়েন্টে তাদেরকে হস্তান্তর করা হবে। বিজিবির রিজিয়ান কমান্ডার ব্রেগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান জানান, ২০১৫ সালের প্রথমদিকে বাংলাদেশের সেন্টমার্টিন সীমান্তে ঢুকে মিয়ানমারের জেলে মাছ শিকার করছিল। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি দল তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের খালাস দেওয়া হয়। বিষয়টি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে জানানোর পর তারা যাচাই বাছাই শেষে জেলেদের ফিরিয়ে নিতে সম্মত হয়।

এর প্রেক্ষিতে তাদেরকে মঙ্গলবার ফিরিয়ে নেয়ার কথা থাকলেও কোননা কোন কারনে তাদের ফিরিয়ে নেয়নি। তবে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় তাদেরকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)’র কাছে হস্তান্তর করবে বাংলাদেশ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।

Exit mobile version