parbattanews

মিয়ানমারে অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলা, নিহত ৫৩

মিয়ানমারের সাগাইং অঞ্চলে মঙ্গলবার (১১ এপ্রিল) জান্তাবাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। সাগাইং এলাকা ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

নিহতদের মধ্যে ১৫ নারী ও শিশু রয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানে বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত কেন্দ্রীয় শহরটিতে বিমান হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে জড়ো হয়েছিল বাসিন্দারা। সকালে জঙ্গিবিমান দিয়ে এরপর এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মিডিয়াগুলো বলছে, ক্ষমতা দখলের পর জান্তা বাহিনীর এটি সবচেয়ে নৃশংস হামলা।

২০২১ সালে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপরই থেকে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন চলছে। ক্ষমতা দখলের পর ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৬০০ বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। সূত্র: বিবিসি, আল জাজিরা

Exit mobile version