মিয়ানমারে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে শীলখালীতে মানববন্ধন

পেকুয়া প্রতিনিধি:

মিয়ানমারে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৩সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে শিলখালী স্কুল স্টেশন চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথির বক্তব্য দেন শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন, প্রথম আলোর চকরিয়া পেকুয়া প্রতিনিধি শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, ছাত্রদল নেতা রেজাউল করিম ও তৌহিদুল ইসলাম।

শাফায়েত আজিজ রাজু বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা সমাধাণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে লাখ লাখ রোহিঙ্গাকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।

মানববন্ধনে স্থানীয় জনসাধারণের পাশাপাশি শিলখালী উচ্চ বিদ্যালয়ের অন্তত পাঁচশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বশির আহমদ, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, শিলখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন