parbattanews

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে লড়ছে বৌদ্ধ ও খ্রিষ্টানরা

মিয়ানমারে শুরু হওয়া জান্তাবিরোধী লড়াইয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দিয়েছেন বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের একাধিক ব্যক্তি। জান্তার আগ্রাসন থেকে মুক্তি পেতে দেশটির চিন রাজ্যে বৌদ্ধ ও খ্রিষ্টানরা চিনল্যান্ড প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছেন। সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে কথা বলে জানা গেছে, দেশকে মুক্ত করতে সাধারণ জীবন ছেড়ে দিয়েছেন তারা। খবর ডয়েচে ভেলের

চিনল্যান্ড ডিফেন্স ফোর্সসহ (সিডিএফ) বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সামরিক জান্তার বিরুদ্ধে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে। এতে দেশটির বেশ কিছু শহর-গ্রাম এমনকি সীমান্ত এলাকাও বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে এসেছে। এ সময় বহু সেনা প্রাণ হারিয়েছে বা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। অনেক ঘাঁটি হাতছাড়া হয়েছে জান্তাবাহিনীর।

এদিকে মিয়ানমারে বর্তমানে ক্ষমতাসীন সামরিক স্বৈরতন্ত্রের অবসানের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে একটি সশস্ত্র বিদ্রোহী জোট। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দিয়েছে জোটটি।

তারা জানায়, ‘এটি সত্য যে, আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পেরেছি। কিন্তু পূর্ণ লক্ষ্য অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সেটি আরও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা পুরো মিয়ানমারের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সামরিক স্বৈরতন্ত্রের অবসানের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

Exit mobile version