parbattanews

মিয়ানমারে তাণ্ডব অব্যাহত, দালালের মাধ্যমে আসছে রোহিঙ্গারা

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানের ফলে রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশের দিকে আসছে। দুই দেশের শুন্য রেখায় অবস্থান করছে হাজার হাজার রোহিঙ্গা। অনেকে দালালের মাধ্যমে প্রবেশ করছে বাংলাদেশে। নির্যাতনের শিকার মানুষের কাছ থেকে অর্থ আদায় কারে দালালেরা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ করাচ্ছে। গত কাল ১৫ দালালকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদের জেল দেওয়া হয়েছে। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছে বিজিবি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রান বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে দলে দলে ছুটে আসছে রোহিঙ্গা। মিয়ানমারে চলা গণহত্যা আর নির্যাতের কথা পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে মুখে। সীমান্তে বিজিবির কড়া পাহারার মাঝেও এক শ্রেণির দালাল অর্থের বিনিময়ে তাদের এদেশে নিয়ে আসছে। দালালকে টাকা দিয়ে বাংলাদেশে আসার কথা শিকারও করলেন তারা। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে ২ দিন পাহাড়ে থাকার পর দালালের মাধ্যমে এ দেশে প্রবেশ করার কথাও জানান তারা।

সীমান্তে অনুপ্রবেশ রোধে কড়া নজরদারীর পরেও দালালের মাধ্যম অনেকে অনায়াসে এ দেশে প্রবেশ করছে। এ নির্যাতিতদের নিকট থেকে অর্থ আদায়কারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন বিজিবির অধিনাক কর্ণেল এসএম আরিফুল ইসলাম।

এদিকে টেকনাফ থানার ওসি মাইনউদ্দিন খান জানান, গতকাল ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫জন দালালকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে।

দালালদের ব্যাপারে সচেতন মহল বলছেন এসব দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ তাদের জন্য রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে। এছাড়া স্থানীয়রা বলছে, রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির সাথে দালালরা জড়িত। কারণ ওসব নৌকা দালালদের।

Exit mobile version