parbattanews

মিয়ানমারে পাচারকালে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

gold3

টেকনাফ প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে নাফ নদীতে অভিযান চালিয়ে স্বর্ণের ১৫টি বার উদ্ধার করেছে। পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

বুধবার সকাল সাড়ে ১০ টায় শাহপরীরদ্বীপ বিওপির নায়েক সুবেদার মতিউর রহমানের সঙ্গীয় টহলদল বদর মোকাম এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের এ বারগুলো উদ্ধার করে।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে নাফ নদীতে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে নৌকা তল্লাশি করে ১৫টি স্বর্ণের বার (১২০ ভরি) পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ ও নৌকার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

Exit mobile version