parbattanews

মিয়ানমারে পাচারের সময় গাঁজাসহ মহিলা আটক

টেকনাফে ২ কেজি গাঁজাসহ খুরশিদা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। আটককৃত নারী হলেন-টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী খুরশিদা বেগম (৪৫)।

আটকের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ বাজার পাড়া সংলগ্ন হাফেজ আলীর বসত বাড়ির সামনে একটি গাঁজার চালান মিয়ানমারে পাচার করার উদ্দেশ্যে এক নারী অবস্থান করেছে।

সংবাদের তথ্য অনুযায়ী, শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই যায়েদ হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এ নারী মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, আটক গাঁজা ব্যবসায়ী খুরশিদা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজার চালান সংগ্রহ করে মিয়ানমারে উদ্দেশ্যে পাচার করে থাকে। তার সাথে আরো এক পুরুষ মাদক ব্যবসায়ী রয়েছে।
আটক নারীসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের প্রেরণ করা হবে।

Exit mobile version