parbattanews

মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের বিশেষ মোনাজাত

বিশেষ মোনাজাত পরিচালনা করেন রোহিঙ্গা মাওলানা নুরুল ইসলাম

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের দুই বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার (২৫ আগস্ট) এক বিশাল জনসমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। উখিয়ার কুতুপালং ডি-৪ ক্যাম্প মাঠে এই সমাবেশ আয়োজন করা হয়। রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০ পর্যন্ত চলতে থাকে এই সমাবেশ।

রোহিঙ্গা সোসাইটির সভাপতি মাস্টার মুহিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দীর্ঘ বক্তব্য শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রোহিঙ্গা মাওলানা নুরুল ইসলাম। মোনাজাতে মিয়ানমারে নিহত ও আহতদের জন্য দোয়া কামনা করা হয়। পাশাপাশি রোহিঙ্গারা যেন দ্রুত সময়ে মিয়ানমারে ফিরে যেতে পারে সে জন্য বিশেষ প্রার্থনা করে মোনাজাত করেন।

এছাড়াও বর্তমান সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবতা দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে লক্ষাধিক রোহিঙ্গা উপস্থিত হন।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৫ আগস্টের পরে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। আগে থেকে আশ্রিত আরো ৪ লাখের কাছাকাছি রোহিঙ্গা রয়েছে কক্সবাজারে। সব মিলিয়ে বর্তমানে ১১ লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছেন উখিয়া-টেকনাফে।

Exit mobile version