parbattanews

মিয়ানমারে বন্যায় ৪০ হাজার বাস্তুচ্যুত

মিয়ানমারে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে প্রায় ৪০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা গতকাল শুক্রবার এই তথ্য দিয়েছেন। রাখাইন রাজ্যের গ্রামাঞ্চলের বিশাল এলাকা ও কৃষিজমি ঘোলা পানিতে ডুবে গেছে।

এই সময়ে অবশ্য মিয়ানমারে প্রতিবছরই ব্যাপক বৃষ্টিপাত হয়। কিন্তু গত কয়েক সপ্তাহে বিশ্বব্যাপী বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রধান লে শোয়ে জিন জানান, বন্যায় পাঁচজন মারা গেছে।

দেশব্যাপী ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবারের মধ্যে এই সংখ্যা প্রায় ৪০ হাজারে উন্নীত হওয়ার কথা। মিয়ানমারে বন্যা শুরু হয় জুলাইয়ের শেষের দিকে। রাখাইন, কাচিন, কারেন, মোন, চিনসহ দেশটির ৯টি রাজ্য ও অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : এএফপি

Exit mobile version