parbattanews

মিয়ানমারে বরবরতা ও নিষ্ঠুরতার অবসান হওয়া দরকার- বাংলাদেশ ইসলামিক পার্টি

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি আবু তাহের চৌধুরী, মহাসচিব এ্যাডভোকেট মো. আবুল কাশেম গণমাধ্যমে এক বার্তা পাঠিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে রোহিঙ্গাদের উপর বরবর ও নিষ্ঠুর নির্যাতনে মিয়ানমার সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংগঠনের প্রচার সম্পাদক মো: জাকির হোসেন সাক্ষরিত বার্তায় আরও বলা হয়েছে- বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহর  উদ্বেগ ও জাতি সংঘের প্রস্তাবকে উপেক্ষা করে মিয়ানমার সরকার যে ধৃষ্ঠতা দেখিয়ে চলছে, এর পরিণতি শুভ হতে পারে না। মুসলিম বিশ্ব থেকে মিয়ানমার কে বের করে দেয়ার সময় এসেগেছে। ও.আই.সি’র জরুরী বৈঠক ডেকে সকল মুসলিম দেশ থেকে মিয়ানমারের সাথে  কুটনৈতিক সম্পর্ক ছেদ করা দরকার। পাশাপাশি জাতি সংঘের মাধ্যমে মিয়ানমার সরকারের উপর সকল প্রকার অবরোধ আনার চিন্তা করা যেতে পারে।

বার্তায় আরও বলা হয়েছে, মিয়ানমারের ঘটনায় প্রমাণ করে মুসলিমরা সন্ত্রাসী নয়। সন্ত্রাসী হলো মিয়ানমারের বৌদ্ধরা। মিয়ানমারের মুসলিমরা মুজলুম ও নির্যাতিত। তাঁরা বিশ্ববাসীর কাছে ন্যায় বিচারের দাবি রাখে। মিয়ানমারে রাখাইন মুসলমানদের জানমাল রক্ষার্থে আর্ন্তজাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ ইসলামিক পার্টি উদাত্ত আহবান জানায়।

Exit mobile version